
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ! বাঙালির এমনিতেই বারোমাসে তেরো পার্বণ। সারা বছর কিছু না কিছু উৎসব, অনুষ্ঠান লেগেই থাকে। আমাদের জীবন যেমনই হোক না কেন, মোটের উপর আমরা হাসিখুশিই থাকি ছোটখাটো আনন্দ, মিলন উৎসব নিয়ে। জীবনের ওঠাপড়ার মধ্যেও এই আনন্দগুলো সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিমের মতোই আমাদের ভাল রাখে, আনন্দে রাখে। কিন্তু এবার যেন সে গুড়েও বালি।
করোনায় সব উৎসব-অনুষ্ঠানই হচ্ছে ভার্চুয়ালি। জনসমাগম এড়ানোর জন্যেই মূলত এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে বাধ্য হয়ে।
মহামারি করোনা সংক্রমণের কারণে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আয়োজন-উদযাপনে কোনোভাবেই জনসমাগম করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ক্রমাগত।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।
তাই বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান পরিহার করে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম বা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার কারণে গত বছরও ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি।
সেই সময় বিভিন্ন সংগঠন অনলাইন বা ভার্চ্যুয়ালিভাবে বর্ষবরণের আয়োজন করেছিল।
বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এমনি নির্দেশনা দেয়া হয়।
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।
তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ক্রমাগত।লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।
প্রতিদিন আগের দিনের রেকর্ড এমনকি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছে।
বুধবারও বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এ সময়ে করোনা ধরা পড়েছে ৭ হাজার ৬৬২ জনের শরীরে।
চিঠিতে আরো বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো।
কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।
কত আনন্দ-আয়োজন যুক্ত থাকে নববর্ষ ঘিরে! নতুন শাড়ি, ফুল আরো হাজার রকমের জিনিসের আয়োজন, সেই সঙ্গে বাংলা নববর্ষে মনের আয়োজন তো আছেই। কিন্তু বাঙালির মন এবার খারাপ!