কলকাতা: মিধিলি শীত নামালো বুঝি। বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় মিধিলির। জানা গিয়েছে, আগামি ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল।
যদিও, আলিপুর আবহাওয়া দফতর বলছে, আর দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছেন আবহাওয়াবীদরা। কারণ হচ্ছে , মিধিলি বাংলাদেশের পথেই এগিয়ে যাচ্ছে।
তবে আসামেও ঝিড়ঝিড় বৃষ্টি পড়ছেই।
বিকাল আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় মিধিলি। এর পর সেটা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে শুক্রবার বিকেলে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়েছে।