ঢাকা: বাংলাদেশে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব ঘিরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন পুজা মণ্ডম ও মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সকাল থেকে রাত পর্যন্ত নানা কর্মযজ্ঞ চলছে মণ্ডপে মণ্ডপে। অধিকাংশ মণ্ডপে প্রতিমায় রংয়ের কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। দর্শনার্থীদের নজর কারতে, সাজসজ্জায় নানা উপকরণ ব্যবহার করা হচ্ছে। থিম ভিত্তি করে বিভিন্ন মন্দিরে চলছে সাজসজ্জা।
এবার বাংলাদেশে ৩২ হাজার ৪০৮ মণ্ডপে অনুষ্ঠিত হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত বছর এ সংখ্যাটি ছিলো ৩২ হাজার ১৬৮টি৷ এ বছর ঢাকা মহানগরীতে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ২৪৫টি মন্দিরে, গত বছর এ সংখ্যাটি ছিলো ২৪২টি।
আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। সনাতন শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গ থেকে মর্তলোকে আসবেন। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়েই তিনি ফিরে যাবেন স্বর্গলোকে।
তবে এবারের দুর্গাপূজায় নানা ধরনের গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টির আশঙ্কা করছেন গোয়েন্দারা। পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আগামী জাতীয় নির্বাচনের কারণেও শঙ্কার মধ্যে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে গুজব ছড়িয়ে পূজামণ্ডপে হামলার ঘটনা এখনো তাদের তাড়া করছে।
ফলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। সারা বাংলাদেশ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কঠোর নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকেও সবগুলো জেলাতে পাঠানো হয়েছে নির্দেশনা। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও নিরাপত্তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।