ঢাকা: দুর্গা পূজার আজ ষষ্ঠী পুজো।
সারা বাংলা মেতে উঠেছে দুর্গোৎসবে। বাংলাদেশে প্রচুর দুর্গা পূজা হয়। এই বছর বাংলাদেশে(Bangladesh) ৩২ হাজার ৪০৮ মণ্ডপে আয়োজিত হয়েছে দুর্গাপুজো। গত বছর এই সংখ্যাটি ছিল ৩২ হাজার ১৬৮টি।
পঞ্চমীর দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি।এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে’।