ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় corona ভাইরাসে একজনেরও মৃত্যু হয়নি। এর ফলে coronaয় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন আছে।
পরিসংখ্যান বলছে, এই সময়ে নতুন করে আরো ১৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এখন পর্যন্ত corona ভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৮৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো corona বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে corona সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করে ১৯ জন নতুন corona রোগী শনাক্ত হয়।
আবার corona সারিয়ে সুস্থ হচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় corona মহামারি থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন। আর এখন পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৪১৭ জন।