ঢাকা: বাংলাদেশে ভৈরবের জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই ট্রেনে ভয়াবহ সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গিয়ে নিচে চাপা পড়ে বহু লোক।
হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে হতাহতদের স্বজনরা আহাজারি করছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকামুখী যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেনের সঙ্গে কিশোরগঞ্জমুখী মালবাহী একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে। এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।
উদ্ধার কাজের জন্য ঘটনা স্থলে যাচ্ছে রিলিফ ট্রেন। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হবে।