করোনায় সারা বিশ্বের কপালে ভাঁজ! তাতে কী? অবিচল নিষ্ঠা নিয়ে ধর্ষণ কার্য অব্যাহত রয়েছে বাংলাদেশে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণ করা হয়েছে।
গতকাল রবিবার, নির্যাতিতার বাবা দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন থানায়।
দুই আসামির নাম রাহেদ আলি (৩৫) ও সাদ্দাম হোসেন (৩৫)।
মর্মান্তিক ও ঘৃণ্য ঘটনাটি সংঘটিত হয় ১৩ মার্চ শুক্রবার রাতে।
১৩ বছরের মেয়েটি বাইরে বের হয়েছিলেন। এ সময় দুই যুবক তাঁর মুখ বেঁধে পাশের একটি মাঠে অত্যাচার চালায়।
নৃশংস এই ঘটনার কথা মেয়েটি বাড়িতে এসে জানায়।
এরপরই তার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।
সূত্রে জানা যাচ্ছে, ওই দুই পুরুষের বাড়িতে গিয়ে নির্যাতিতার মা-বাবা এদিন রাতেই সব কথা খুলে জানিয়ে্ছিলেন। কিন্তু দুই ধর্ষকের বাড়ি থেকে তাঁদের অশ্লীল গালিগালাজ করে বের করে দেওয়া হয়।
এদিকে আরো জানা যাচ্ছে যে, যে দুই ধর্ষক পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যে চোরাচালানসহ বহু মামলা রয়েছে।
তবে সংবাদ প্রকাশ করা পর্যন্ত আসামিদের ধরতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।