কলকাতা: বিতর্কের কেন্দ্রে এ আর রহমান। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শক, বোদ্ধারাও রীতিমতো রহমানের বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
এই অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।
শুক্রবার, ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পিপ্পা’। রাধাকৃষ্ণ মেনন পরিচালিত ছবিটি ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী নির্ভর। আর সেখানে ব্যবহৃত হয়েছে নজরুলগীতি ‘কারার ওই লৌহকপাট’, এটি নিয়ে এখন বিতর্ক চলছে।
চলারই কথা। কারণ এ আর রহমান শুধু অন্যায় করেননি, অপরাধ করেছেন।