ময়মনসিংহ: প্রকৃতিতে বইছে দখিনা বাতাস। কোকিলের সুমিষ্ট কুহুতানে ফাগুনের উত্তাল হাওয়া দোলা দিচ্ছে। মন উদাস করা সে বাতাস। বসন্তের দুপুরে মন কেমন খালি খালি অনুভব হয়।

এই সময় গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। শিমুল ফুলে রক্তাক্ত বসন্ত।

ঋতুরাজ বসন্তের আগমনে গ্রামবাংলার প্রকৃতি লাল হয়ে উঠেছে।চলুন বাংলাদেশের কিছু ছবি দেখে চোখ জুড়ানো যাক: ছবি শফিকুল ইসলাম বাংলাদেশ

