নয়াদিল্লি: আজ বিশ্ব কুষ্ঠ দিবস (International Leprosy Day)। প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়। সেইমতো এই বছর ২৯ জানুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক কুষ্ঠ দিবস।
যারা কুষ্ঠরোগে (leprosy) আক্রান্ত হয়েছেন মূলত তাদের কথা ভেবেই এমন দিন পালন করা হয়, সচেতন করার একটা ব্যাপার তো আছেই।
কুষ্ঠ কারো হয়েছে শুনলেই আমরা নাক সিঁটকাই। সেই ব্যক্তিকে সমাজচ্যূত করি। এই বিষয়গুলো রোগীকে একেবারে ভেঙে দেয়।
উল্লেখযোগ্য যে, এই আন্তর্জাতিক দিবস পালন প্রথম শুরু হয়েছিল ১৯৫৪ সালে। এই দিনটি পালনের নেপথ্যে লক্ষ্য ছিল, কুষ্ঠ রোগীদের মানসিক আর শারীরিক আঘাতের কারণ সম্পর্কে মানুষকে ভালোভাবে জানানো।
বিশেষজ্ঞরা কুষ্ঠ রোগ সম্পর্কে বলছেন, ভয়, কুসংস্কার, লোকলজ্জায় চিকিত্সা না নেওয়াই বিকলাঙ্গ হওয়ার মূল কারণ। ফলে সমাজকে মূলত আগে সচেতন করতে হবে।

২০২৩-এর থিম কী?
‘অ্যাক্ট নাও, এন্ড লেপ্রোসি’ এটাই ২০২৩ এ বিশ্ব কুষ্ঠ দিবসের থিম।