কলকাতা: উত্তরকাশীর ঘটনায় এখন আশঙ্কা ক্রমাগত বাড়ছে। ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গের মধ্য়ে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। আট দিন পেরিয়ে গিয়েছে, এখনও উদ্ধার করা সম্ভব হয়নি শ্রমিকদের। চেষ্টা করেও কোনো সার্থক ফল নেই। অস্থির সবাই।
এত অত্যাধুনিক ব্যবস্থা, তবুও সম্ভব হচ্ছে না উদ্ধার করা! উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের কাছাকাছি পৌঁছতে এখন বহুমুখী পদ্ধতির পরিকল্পনা করেছে উদ্ধারকারী দল।
শ্রমিকদের উদ্ধারে কাজ করছে পাঁচটি এজেন্সি। এই এজেন্সিগুলি শ্রমিকদের উদ্ধারে কাজ করছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC), সুতলুজ জল বিদ্যুৎ (SJVNL), রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL), ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ( NHIDCL), তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (THDCL)।
ভার্টিকাল টানেলিং (সোজাসুজি টানেল তৈরি করা)- এই পদ্ধতিতে ধ্বংসস্তূপের উপরের দিক থেকে লম্বালম্বি ভাবে খোঁড়ার পরিকল্পনা করা হয়েছে।
জানা গিয়েছে ,সতলুজ জল বিদ্যুৎ নিগম (SJVNL) আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য উল্লম্ব ড্রিলিংয়ের কাজ শুরু করেছে।