নয়াদিল্লি : এতবড় একটা দুর্ঘটনা ঘটে গেল উত্তরকাশীতে। তবে উদ্ধারকার্যের অগ্রগতি হয়েছে।
দ্বিতীয় আর তৃতীয় পাইপ ধ্বংসস্তূপের মধ্যে ঢোকানো হয়েছে৷ জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত উন্নত অগার ড্রিলিং মেশিনটি সুড়ঙ্গের মধ্যে জমে থাকা ধ্বংসাবশেষের ২১ মিটার ড্রিল করেছে।
৪০ জন শ্রমিক সেখানে আটকে পড়েছেন। আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছনোর জন্য প্রায় ৪৫ থেকে ৬০ মিটার পর্যন্ত ড্রিলিং চালিয়ে যেতে হবে। মেশিনটি প্রতি ঘণ্টায় ৫ মিটার ড্রিলিং করছে।
তবে ঐ শ্রমিকদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে প্রতিনিয়ত। যেন ঝামেলা আর না বাড়ে। শ্রমিকদের কাছে পাইপের মাধ্যমে খাবার, জল এবং অক্সিজেন পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর পিআরও জি এল নাথ বলেছেন, “(ভারী ড্রিলিং) মেশিন স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই উদ্ধার অভিযান আবার শুরু করা হবে। আটকে পড়া সবাই সুস্থ আর ভালো আছেন এবং শীঘ্রই তাঁদের উদ্ধার করা হবে।”