কলকাতা: অস্থির হয়ে উঠেছেন সবাই উতরকাশীর ঘটনায়। পার হয়ে গিয়েছে ১৪৪ ঘণ্টা। উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গে এখনও আটকে ৪০ জন শ্রমিক। সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে তাঁদের উদ্ধারের।
তবে আরেকটি দুঃসংবাদ জানা যাচ্ছে, থেমে গিয়েছে উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার কাজ। শুক্রবার দুপুরে খননযন্ত্র দিয়ে সুড়ঙ্গের মুখে আটকে থাকা পাথর সরানোর সময় জোরে ফাটল ধরার শব্দ পান উদ্ধারকারীরা। তার পর থেকে কাজ বন্ধ।
এদিকে, বিক্রম সিং যখন তার ভাই পুষ্করের সাথে কথা বলেন, যিনি রবিবার উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়ার পরে ১৫০ ঘন্টারও বেশি সময় ধরে আটকে ছিলেন, তখন প্রথম যেটি বলেছিলেন তা হল: “ভাই, মাকে বলবে না যে আমি এখানে আটকে পড়েছি।” আসলেই এই কথা ভীষণ দুঃখজনক।
তবে সুড়ঙ্গপথে খাবারদাবার, ওষুধপত্র-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। আটকে পড়া ৪০ জন শ্রমিকের মনোবল অটুট রাখতে নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।