নয়াদিল্লি: উত্তরাখন্ডের ঘটনায় এখন শোকের ছায়া পড়েছে। ৬০ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেল। কিন্তু উত্তরাখণ্ডের ভেঙে পড়া সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক।
ভয়াবহ অবস্থা। উদ্ধারকাজ তো শুরু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে ঢোকানো হয়েছে ৯০০ মিটার লম্বা পাইপ। তার মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।
কী কষ্ট! তাছাড়া বিপদ আশঙ্কা করা হচ্ছে। অক্সিজেন পাইপের সাহায্যে ছেলের সঙ্গে কথা বললেন আটকে পড়া এক শ্রমিক। তবে তিনি ঠিক আছেন বলেই জানান। শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের ও আছেন অনেকেই। ভারতের বিভিন্ন রাজ্যের মোট ৪০ জন শ্রমিক আটকে পড়েছেন।