নয়াদিল্লি: করোনা আমাদের জীবন তছনছ করে দিয়েছে। মারণ ভাইরাস কোভিডের (Covid 19) বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। বানিয়েছিলেন কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জীবনদায়ী ভ্যাকসিন ।
তার পুরস্কার হিসাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী।
২০২৩ সালে নোবেল পুরস্কার (Nobel Prize) পেয়েছেন কাটলিন কারিকো এবং ড্রিউ উইজম্যান।
উল্লেখযোগ্য যে, এমআরএনএ কীভাবে প্রতিরোধ ক্ষমতার সঙ্গে বিক্রিয়া করে, সেই বিষয় নিয়ে গবেষণা করেছেন এই দুই বিজ্ঞানী। এবং তার ফলাফল হিসাবে খুব তাড়াতাড়ি করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে।