নয়াদিল্লি: ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এবং সেখানে আটকে পড়লেন অন্তত ৪০ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
তবে যেটা জানা গেল, ঘটনার ৩০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, এখনও উত্তরকাশীর (Uttarkashi) নির্মীয়মান সুড়ঙ্গের মধ্যে আটকে আছেন ৪০ জন ।
কোনো শ্রমিককে বের করে আনা সম্ভব হয়নি বলে খবর পাওয়া গিয়েছে। তবে উদ্ধারকাজ চলছে।
রবিবার গভীর রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মান সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। ভিতরে আটকে যান প্রায় ৪০ জন শ্রমিক।
জানা গেল, সুড়ঙ্গের ভিতরে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। পাহাড় থেকে নতুন করে ধস নামায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।”