নয়াদিল্লি: দীপাবলিতে দেশ জুড়ে চলে শব্দবাজির তাণ্ডব। যদিও সরকারের নিষেধাজ্ঞা থাকেই। যেহেতু শব্দ প্রদূষণ আর অসুবিধাও হয় রোগী, বয়স্কদের।
তবে আপনি কী জানেন যে তামিলনাড়ুর সাত-সাতটি গ্রাম রইল নীরব। এই দীপাবলিতে একেবারে নীরব সাত গ্রাম । সেখানকার বাসিন্দারা কেউ বাজি ফাটালেন না। উৎসবের উদ্যাপনের জন্য কোনও বাড়তি শব্দ করলেন না। আলোর উৎসবকে তারা বরণ করে নিলেন শুধুমাত্র আলো দিয়েই।
ইরোডের সেল্লাপ্পামপালায়ম, ভাডামুঙ্গম ভেল্লোডে, সেম্মানদমপালয়ম, কারুক্কানকাট্টু ভালাসু, পুঙ্গমপড়ির মতো গ্রামগুলি ‘নীরব দীপাবলি’ পালন করেছে। গ্রামগুলিতে মোটামুটি ৯০০ পরিবারের বাস।
তাঁরা নিজের সুখের, আনন্দের কথা চিন্তা না করে চিন্তা করেছে পাখিদের কথা।
পরিযায়ী পাখিদের কথা মাথায় রেখে তাঁরা দীপাবলিতে বাজি না ফাটানোর সিদ্ধান্ত নেন।