• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Friday, March 24, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home অসম

২০২১ এর জানুয়ারি মাসেই শিলচর-মধুরা সেতুটি জনগণের হিতার্থে খুলে দেওয়া হবেঃ কিশোর নাথ

দ্বার উদঘাটন হল পুর্ত বিভাগের কাটিগড়া ডিভিশনের নবনির্মিত দ্বিতল অফিস ভবনের

অমলেন্দু মালাকার by অমলেন্দু মালাকার
November 26, 2019 12:09 pm
২০২১ এর জানুয়ারি মাসেই শিলচর-মধুরা সেতুটি জনগণের হিতার্থে খুলে দেওয়া হবেঃ কিশোর নাথ

নর্থ ইস্ট নাও

188
VIEWS
Share on FacebookShare on Twitter

কাটিগড়া পূর্ত সাব-ডিভিশনকে পুর্ত ডিভিশন কার্যালয়ে উন্নীতকরণের সুদীর্ঘকালীন গণদাবি বাস্তবায়িত হল।

সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দ্বার উদঘাটন হল নবনির্মিত দ্বিতল ডিভিশন অফিস ভবনের।

রাজ্য বিধানসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য তথা কাটিগড়া ও বড়খলার দুই বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের ব্যাপক কর্মকাণ্ডের কথাই তুলে ধরলেন। বরাক-ব্রহ্মপুত্রের সমান্তরাল উন্নয়নে রাজ্য সরকার যে ইতিবাচক। এরই উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করে ফের তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকেই ঠুকলেন অমরচাঁদ ও কিশোর নাথ।

এদিন লালফিতা কেটে প্রথা অনুযায়ী কাটিগড়া পূর্ত সাব-ডিভিশন কার্যালয় ক্যাম্পাসে নির্মিত নতুন দ্বিতল অফিস ভবনের দ্বার উদঘাটন করার পাশাপাশি বড়খলা ও কাটিগড়া জোনকে নিয়ে নবগঠিত পূর্ত ডিভিশন কার্যালয়কে বিস্তৃত কর্মকাণ্ডের মাধ্যমে জেলার এক নম্বর বিভাগীয় ডিভিশনে উন্নীত করার ক্ষেত্রে বিভাগীয় কর্মকর্তা,ঠিকাদার গোষ্ঠী সহ আমজনতার সহযোগিতা চাইলেন দুই বিধায়ক ।

একইসঙ্গে তাঁরা ক্ষোভের সঙ্গে বলেন বরাক উপত্যকার গেটওয়ে বলে পরিচিত কাটিগড়া সহ বড়খলা সমষ্টির রাস্তাঘাটের উন্নয়নে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার কোনোদিনও সদর্থক ভূমিকা পালন করেনি। শুধু রাস্তাঘাট কেন সর্বক্ষেত্রেই বরাক উপত্যকার প্রতি বৈষম্যমুলক আচরণ করেছিল। যার খেসারৎ দিতে গিয়ে উন্নয়নমুলক কাজকর্ম বাস্তবায়নের ক্ষেত্রে শূন্য থেকে কাজ শুরু করতে হয়েছে বর্তমান পরিবর্তনশীল রাজ্য সরকারকে।

গত তিনবছরের শাসনকালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সুষ্ঠু ও সফল নেতৃত্বে বরাক-ব্রম্মপুত্র দুই উপত্যকার গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটি সরকারী বিভাগের বিভাগীয় কাজকর্মের আমূল পরিবর্তন হয়েছে। যা শুধু মুখে কিংবা কাগজে কলমে নয় বাস্তবে এর যথার্থ নিদর্শন রয়েছে বলে দাবি করে বিধায়ক কিশোর বলেন, বড়খলা সমষ্টির দিকে চোখ রাখলে এর সত্যতা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। বড়খলার সঙ্গে শিলচর সদরের সড়ক যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে পঞ্চাশ বছরেরও বেশি সময় বরাকনদীর উপর একটি সেতু নির্মাণের গণদাবি ছিল বড়খলাবাসীর। কিন্তু কই কোনও সরকারই আমল দেয়নি। শেষমেশ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কর্ম তৎপরতায় পূরণ হল দীর্ঘদিনের গণদাবী।

২০২১ সালের জানুয়ারী মাসে শিলচর-মধুরা সেতুটি জনগণের হিতার্থে খুলে দেওয়া হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বরাকের জন্য মিনি সচিবালয় বড়খলায় তৈরি হচ্ছে। এ নিয়েও তিনি সন্তোষ্টি প্রকাশ করেন এদিন।

কিশোর নাথের সঙ্গে সুর মিলিয়ে কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈনও বর্তমান রাজ্য সরকারের ইতিবাচক দিক নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। প্রশংসা করেনকাটিগড়া পূর্ত বিভাগের বিভাগীয় এসডিও তথা সহ কার্যনির্বাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ এণ্ড টিম সহ কর্মরত ঠিকাদারদের। বলেন কাটিগড়ার জন্য ঐতিহাসিক মূহূর্ত্য। বড়খলা ও কাটিগড়া জোনকে নিয়ে কাটিগড়া পুর্ত সাব-ডিভিশনকে ডিভিশনে উন্নীতকরণের গণদাবি বাস্তবায়িত হওয়ায় এখন আর শিলচরে ছুটে যেতে হবে না।

তাছাড়া কাজের গুণগত মান পরখ করার পাশাপাশি বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকারের তদারকিতে গ্রামাঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করা হবে। সুতরাং তড়িৎ গতিতে রাস্তাঘাটের কাজ হবে বলে উল্লেখ করে কাটিগড়ার সবকটি পূর্ত ও পিএমজিএসওয়াই-এর অধীর সড়ক সমৃহের কাজ সম্পূর্ণ করা হবে।

কাতিরাইল অন্নপূর্ণা রোডের কাজ শুরু হয়েছে। যা স্বাধীনতার চুয়াত্তর বছর থেকে অদেখা ছিল। একইসঙ্গে রাজাটিলা থেকে সাদিরখাল হয়ে গুমড়া পর্যন্ত সিগন্যাচার প্রজেক্ট হিসেবে দশ কোটি টাকা ব্যয় রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে বলে আশ্বস্ত করেন বিধায়ক জৈন। পুর্ত বিভাগের উদ্যোগে আয়োজিত দ্বার উদঘাটন অনুষ্ঠানের স্বাগতভাষণে বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার অমরেন্দ্র নাথ শর্মা ডিভিশনকে সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বক্তব্য রাখেন কাটিগড়ার সার্কল অফিসার জিতেন টাইড, দক্ষিণ কাটিগড়া জেলাপরিষদ সদস্য অসীম দত্ত, বিজেপির বড়খলা মণ্ডল কমিটির সভাপতি অরিন্দম নাথ, বিভাগীয় ঠিকাদারের পক্ষে সন্দীপ কুমার পাল ও সামিম আহমেদ লস্কর । ধন্যবাদপূর্ণ বক্তব্য রাখেন বিভাগীয় কর্মকর্তা প্রজেশ কুরি।

No Result
View All Result

Recent Posts

  • Kolkata Fatafat Result আজ – March 24, 2023 লাইভ আপডেট
  • প্রয়াত ‘পরিণীতা’ খ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার
  • World Tuberculosis Day: জেনে নিন কেন পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস
  • বাংলাদেশে মামলা-পাল্টা মামলায় জড়ালেন চিত্রনায়ক শাকিব ও প্রযোজক রহমত উল্লাহ
  • বাংলাদেশে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালেককে ৮ বছর পর পাকড়াও
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd