নয়াদিল্লি: কষ্টের টাকাগুলো এভাবে শেষ হয়ে গেল! ব্যাঙ্কের লকারে সোনাদানা রাখার কথা তো অনেক শুনেছেন কিন্তু নিশ্চয়ই লকারে নগদ টাকা রাখার কথা শোনেননি।
উত্তরপ্রদেশের একজন মহিলা, তাঁর নাম অলকা পাঠক, ১৮ লাখ টাকা আর কিছু গয়নাগাটি ব্যাঙ্কের লকারে রেখেছিলেন। সেফটির জন্যে রেখেছিলেন।
প্রায় বছর দেড়েক আগে তিনি এই টাকা রেখেছিলেন। মেয়ের বিয়ের জন্যে এই টাকাগুলো তিনি রেখেছিলেন।
এত কষ্টের টাকা উইপোকা খেয়ে ধ্বংস করে দিল। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ঘটনা এটি।
তিনি ব্যাংকে গিয়েছিলেন ব্যাঙ্কের বাৎসরিক লকার চার্জ ও কেওয়াইসি নথি জমা দেওয়ার জন্য। লকারটাও একবার দেখে নেন।
লকার খুলতেই চোখ কপালে ওঠে। সব টাকা খেয়েছে পোকা। তিনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘটনাটা জানান।
অলকাদেবী অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলেন। অলকার একটি ছোট ব্যবসা রয়েছে। টিউশনও করেন।
জানা গিয়েছে, ব্যাঙ্ক ম্যানেজার অত্যন্ত গুরুত্ব দিয়ে গোটা ঘটনা দেখছে। কিন্তু তিনি টাকা ফেরৎ পাবেন কি না সেটা জানা যায়নি।