নয়াদিল্লি: নারী আন্দোলনকারীরা প্রচুর হেনস্থার শিকার হন। যেমন হয়েছেন বাংলাদেশের তসলিমা নাসরিন তেমনি নার্গিস। তিনি শান্তিতে নোবেল পেয়েছেন নার্গিস মোহাম্মদি। তাঁর বর্তমান বয়স ৫১। তিনি কারাবন্দী।
এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি। তিনি আছেন ইরানের কুখ্যাত একটি কারাগারে। সেখান থেকেই নোবেল জয়ের প্রতিক্রিয়া জানিয়েছেন নার্গিস। তিনি বলেছেন, এতে ইরানে সমাজ পরিবর্তনের আন্দোলন আরও জোরদার হবে।
শুক্রবার চলতি বছরের শান্তিতে নোবেলজয়ী হিসেবে নার্গিস মোহাম্মদির নাম ঘোষণা করে নোবেল কমিটি। তাঁর নাম ঘোষণায় নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের অধিকার আদায় ও সামাজিক সংস্কারের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হলো।
নার্গিসকে নিয়ে লিখলেন আরেক নারীবাদী লেখক তসলিমা নাসরিন।
তিনি লিখেছেন:
“হিজাবের বিরুদ্ধে আন্দোলন করা ইরানি মেয়ে নার্গেসি মোহাম্মদিকে শান্তির নোবেল পুরস্কার দেওয়া হলো। তাঁর যে ফটোটি চারদিকে দেখছি, তা খোলা চুলের একটি ফটো।
ইরানি মেয়ের মাথায় হিজাব নেই, এটিই তো ইরানের নারীবিদ্বেষী শাসকের মুখে তীব্র চপেটাঘাত। তার ওপর সেই হিজাবহীন মেয়েটির নোবেল জিতে নেওয়া!
এখন ভালোয় ভালোয় নার্গেসি মোহাম্মদিকে জেল থেকে মুক্ত করো হে মৌলবাদি সরকার। শুধু নার্গেসিকে নয়, জেলের ভেতর পচে মরছে যত মানবাধিকার আন্দোলনের ছেলে মেয়ে, সবাইকে। জগত কিন্তু দেখছে”।