নয়াদিল্লি: আগামিকাল ২ অক্টোবর। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে তার আগের দিন, অর্থাৎ আজ ১ অক্টোবর সারা ভারত জুড়ে ‘স্বচ্ছতা’-র ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবং স্বচ্ছতা, পরিচ্ছন্নতা অভিযানে সকল ভালতবাসী যোগ দিয়েছেন।
এর আগে ১ অক্টোবর ‘স্বচ্ছতাই সেবা’ উপলক্ষ্যে দেশের নাগরিককে ১ ঘণ্টা স্বচ্ছতার জন্য নিজেদের নিবেদিত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর শুধু দেশবাসীকে বলা নয়, নিজেও স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন।
ঝাঁটা হাতে ময়লা সাফ করে স্বচ্ছতা অভিযানে শামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রবিবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায় কুস্তিগির অঙ্কিত বাইয়ানপুরিয়াকে।
মোদী লেখেন, “যেহেতু গোটা দেশ স্বচ্ছতার উপরে জোর দিচ্ছে, তাই আমি এবং অঙ্কিত বাইয়ানপুরিয়াও একই কাজ করলাম। পরিচ্ছন্নতার সঙ্গে আমরা স্বাস্থ্য এবং ভাল থাকা নিয়েও আলোচনা করেছি। এই সবই স্বচ্ছ এবং স্বাস্থ্য ভারতের প্রভাব।”