নয়াদিল্লি: ভারতে সমকামী সম্পর্ক বৈধ তবে বিয়েটা নয়। তবে সমকামীরা যেন বিয়ে করতে পারেন এই ইচ্ছে সমকামীদের। যদিও বিয়েটা তেমন বিষয় না।
তবে এবার কি ভারতে সমলিঙ্গের বিয়ে (Same Sex Marriage) বৈধ হতে চলেছে? সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আজ গোটা ভারত।
শীর্ষ আদালতের সেই সাংবিধানিক বেঞ্চে আছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসীমা।
উল্লেখযোগ্য যে, ভারতে সমকামীরা সম্পর্ক করতেই পারেন এবং এটা বৈধ। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট।