নয়াদিল্লি: যুদ্ধ যুদ্ধ খেলা, মানুষের রক্তক্ষয় আর কান্না। ইজরায়েল আর হামাসের যুদ্ধ এবার।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ইজরায়েলে পৌঁছলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নিজেই এক্স হ্যান্ডলে সেই খবর জানালেন তিনি। জানালেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি সব সময়ই দাঁড়াবেন।
ঋষি সুনাক (Rishi Sunak) লেখেন, ‘আমি ইজরায়েলে আছি। শোকাহত একটি দেশ। আমি আপনাদের জন্য শোকপ্রকাশ করছি। সন্ত্রাসবাদ নামের শয়তানের বিরুদ্ধে আপনাদের সঙ্গে রয়েছি। আজ ও চিরকাল।’