সোমবার মরিগাঁও পুলিশের জালে আটক হয়েছে এক কাপুরুষ, ধর্ষণকারী। জাগিরোড রেল স্টেশনের সামনে থেকে উক্ত ধর্ষণকারীকে আটক করা হয়।
ধৃত চরিত্রহীন লোকটিকে রমজান আলি বলে শনাক্ত করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ধর্ষক আলি এ এস ০১ এফ সি ৮৯০১ নম্বরের একটি ট্রেভেলার গাড়িতে হেণ্ডিম্যান হিসেবে কাজ করতেন।
উল্লেখযোগ্য যে, বিগত ২৫ অক্টোবর তারিখে জাগিরোডস্থিত নগাঁও কাগজ কলের সামনে নৃশংস ধর্ষণকাণ্ড সংঘটিত করেন এই রমজান আলি নামক ব্যক্তি। হোস্টেলে ফেরার পথে শালনার এক যুবতীকে যৌন নির্যাতন চালিয়েছিলেন তিনি।