নয়াদিল্লি: রাহুল গান্ধীকে তো কত রূপেই দেখা গেল। এবার একেবারে কুলির বেশ পরে নিলেন। স্টেশনে হঠাৎ কুলির পোশাকে রাহুল গান্ধী, মাথায় তুললেন স্যুটকেস!
কখনো গাড়ি সারান, কখনো আরো কত কী? এবার তো কুলি সাজলেন।
কংগ্রেসের তরফে বলা হয়, ‘জননেতা রাহুল গান্ধী আনন্দবিহার রেলস্টেশনে আজ মাল সরবরাহকারীদের সঙ্গে দেখা করেন। সদ্য এক ভাইরাল ভিডিয়োয় সেখানের সরবরাহকারীরা তাঁদের দেখতে চান বলে জানান। তারপরই রাহুল সেখানে যান, তাঁদের সঙ্গে কথা বলেন।’
রাহুল গান্ধীর পরনে এদিন ছিল রেল স্টশনে কুলিদের মতো লাল রঙের ইউনিফর্ম। হাতে ছিল ব্যাজও।