নয়াদিল্লি: সাংবাদিকদের বাড়িতে রেইড। নিউজ ক্লিক সংবাদমাধ্যমের চিনা যোগসূত্র মামলায় অনেক ব্যক্তির বাড়িতে দিল্লি পুলিশের রেইড পড়েছে। UAPA ধারায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে গত ১৭ অগাস্ট।
এই বিষয়ে জানা গিয়েছে, ভিডিয়ো জার্নালিস্ট অভিসার শর্মা, প্রবীণ সাংবাদিক ভাষা সিং, উর্মিলেশ এবং নিউজ ক্লিকের এডিটর ইন চিফ প্রবীর পুরকায়স্তর বাড়িতে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল হানা দিয়েছে মঙ্গলবার।
এবং লেখকরাও আছেন এই তালিকায়। তালিকায় আছেন লেখিকা গীতা হরিহরণ, বিখ্যাত সাংবাদিক এবং ধারাভাষ্যকার অনিন্দ্য চক্রবর্তী, ইতিহাসবিদ সোহেল হাশমি, কৌতুকাভিনেতা, স্ট্যান্ড আপ কমেডিয়ান সঞ্জয় রাজাউরা।
এই নিয়ে প্রচুর কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে প্রচুর সাংবাদিক সহ মোট ৪৭ জনের বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ।
রাতে নিউজ় পোর্টাল নিউজ ক্লিকের এডিটর-ইন-চিফ প্রবীর পুরকায়স্থ ও এইচআর হেড অমিত চক্রবর্তীকে UAPA (বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইন)-তে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে ‘জঙ্গি-যোগ এবং দেশদ্রোহের’ অভিযোগ এনেছে পুলিশ।