নয়াদিল্লি: পাকিস্তান ভারতের শত্রু। এঈ কথা একটা জন্ম হওয়া বাচ্চাকেও বলতে হয় না। সেই পাকিস্তান শত্রুতা কিন্তু কমায় না। দেশে খাবার না থাকলেও এক একটা কাণ্ড তাদের করতেই হবে।
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারা।
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) আর্ণিয়া সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জাররা। এবং সেই গুলিতে আহত হয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর (BSF) দুই জওয়ান। তাঁদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।