কলকাতা: এই সময়েও তামিলনাড়ুতে তুমুল বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় স্কুল বন্ধ দিয়ে দেয়া হয়েছে।
সোমবার আবহাওয়া দফতরের তরফে তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছিল।
অতিরিক্ত বৃষ্টির কারণে তামিলনাড়ুর ভিলুপুরম, আরিয়ালুর, কুদ্দালোর, নাগাপট্টিনাম, এবং পুদুচেরি, কাড়াইকাল এই ছয় জায়গায় সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নিম্নচাপের জন্যে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টির ফলে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ১৩ আর ১৪ নভেম্বর সতর্কতা জারি করা হয়েছে।
লোকজনের চলাফেরায় সতর্কতা দেয়া হয়েছে।