গুয়াহাটি: পেঁয়াজের দাম নিয়ে চোখে জল চলে আসছে জনগণের। পেঁয়াজের দামে আগুন লেগেছে।
আসামে ৮০/৯০ টাকা কেজিতে উঠেছে। আগামি কয়েক দিনের মধ্যে দাম আরও বাড়বে এমনই জানাচ্ছেন, বিক্রেতারা।
কর্নাটক ও মহারাষ্ট্রে বৃষ্টি কম হচ্ছে, ফলে ফলনও কম হচ্ছে। তাতেই এই প্রভাব পড়ছে।
তবে দাম তো আর এটাই থাকবে না, আবার নামবে।