নয়াদিল্লি: নীতিশ কুমারকে নিয়ে হৈচৈ শুরু হয়েছে। তিনি এমনই বিতর্কিত মন্তব্য করেছেন।
বিহারের জাতি ভিত্তিক জনগণনা নিয়ে রিপোর্ট পেশের সময় জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সময়ই অযথা একটা মন্তব্য করে বসেন তিনি।
অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আমি ক্ষমা চাইছি। আমার কথায় কারও মনে আঘাত লেগে থাকলে আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি।’
ঠিক কী বলেছেন নীতীশ কুমার?
মুখ্যমন্ত্রী বলছেন, ‘মেয়েরা যখন শিক্ষিত হবে… আর যখন ছলে আর মেয়ের বিয়ে হবে… যে পুরুষ হয়, সে তো রাতে বউয়ের সঙ্গে করে না… তো তাতেই আরও সন্তানের জন্ম হয়ে যায়। আর যদি মেয়েরা পড়াশোনা করে থাকে, তাহলে সে জানবে যে… ঠিক আছে স্বামী করবে… কিন্তে শেষে ভিতরে ঢুকিও না। ওটা বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…’ ।