নয়াদিল্লি: আবারো ভূমিকম্পে কেঁপে উঠশ নেপাল। তবে তীব্রতা আগের মতো নয়। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। রবিবার ফের কম্পন অুভূত হয় নেপালে।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে।
এদিকে, রবিবার মধ্য় রাতে উত্তর প্রদেশের অযোধ্যা(Ayodhya)-তেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রাও ৩.৬ ছিল।
আগের কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই আবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল।