নয়াদিল্লি: দেশের একজন বিশিষ্ট মানুষ চলে গেলেন। প্রয়াত হলেন দেশের ‘সবুজ বিপ্লব’ এর জনক এম এস স্বামীনাথন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
এদিন, বৃহস্পতিবার চেন্নাইতে তিনি প্রয়াত হয়েছেন। পরিবারে রেখে গেছেন স্ত্রী মীনা এবং তাঁর তিন কন্যা সৌম্য, নিত্যা, মধুরা।
তাঁর প্রয়াণে শোকের ছায়া পড়েছে। কৃষিতে তাঁর অনন্য ভূমিকা ছিল। দেশে উচ্চফলনশীল ধান উৎপাদনের ক্ষেত্রে স্বামীনাথনের অবদান ছিল অবিস্মরণীয়। দেশের কম আয়ের কৃষকরা যাতে বেশি উৎপাদন করতে পারেন, তার রাস্তা দেখিয়েছেন এই বিজ্ঞানী।
এবং বিশ্বের প্রথম খাদ্য পুরস্কারের বিজেতা ছিলেন এম এস স্বামীনাথন। ১৯৮৭ সালে তিনি এই পুরস্কার জয় করেন।
১৯৭১ সালে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে লিখেছেন, “ড. স্বামীনাথনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দেশের ইতিহাসে একটা কঠিন সময়ে তিনি কৃষির ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছিলেন, যাতে দেশের কোটি কোটি মানুষ খাদ্য নিরাপত্তা পান।”