নয়াদিল্লি: মণিপুরের অবস্থা ছন্নছাড়া। সেই রাজ্যে উত্তেজনা থামার কোনও নাম নেই। বিগত অনেক মাস ধরে চলতে থাকা হিংসার আগুনে বলা যায় বিভিন্ন ঘটনায় আবারো ঘি পড়ছে।
এদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা চালায় উত্তেজিত জনতা। তবে সেই সময় অবশ্য বাড়িতে ছিলেন না বীরেন সিং।
হামলাকারীদের বীরেন সিংয়ের বাড়ির ১০০ মিটার দূরে আটকে দেওয়া হয়।