কলকাতা:অনলাইনে জিনিস পত্তর অর্ডার করে কত যে উল্টোপাল্টা জিনিস চলে আসে। দামি দামি জিনিস এমনকি আইফোনের ক্ষেত্রেও এবার এমন ঘটনা ঘটল।
অনলাইনে অর্ডার দিয়েছিলেন এক ব্যক্তি আইফোন। কিন্তু তিনি পেলেন সাবান। এমন কাণ্ড ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে এলাকায়। ঠকবাজ কাণ্ড এগুলো।
এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন ২৫ বছরের যুবক।
উক্ত যুবক আইফোন অর্ডার করে পেয়েছেন সাবান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে ৪৬ হাজার টাকা মূল্যের একটি আইফোন অর্ডার দিয়েছিলেন ওই যুবক। ডেলিভারি যখন হয় তখন প্যাকেট খুলে চোখ কপালে ওঠে তার।
তিনি দেখেন আইফোন নয়, সেখানে রাখা তিনটি সাবান।
ঘটনায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।