কলকাতা: বর্তমান সময়টা ভীষণ কঠিন যাচ্ছে। হাতে টাকা নেই লোকের। আর এদিকে এক ধাক্কায় বাণিজ্যিক সিলিণ্ডারের দাম গেল আবার বেড়ে।
১ অক্টোবর যে নতুন দাম সামনে এসেছে তাতে কমার্শিয়াল এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে আরো বেশি দাম দিতে হবে৷ বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে ২০৯ টাকা ।
দাম বৃদ্ধির পর রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৭৩১.৫০ টাকায়।
তবে ঘরোয়া সিলিণ্ডারের দাম বাড়েনি। ১৪.২০ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার দাম দিল্লিতে বর্তমানে ৯০৩ টাকা, কলকাতায় ৯২৯ টাকা, মুম্বইতে ৯০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৯১৮.৫০ টাকা, আসামে ৯৩০ টাকায় পাওয়া যাচ্ছে।