নয়াদিল্লি: ইজরায়েল হামাসের যুদ্ধে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এদিকে অন্ধকারে ডুবে গাজা। আর এদিকে ইজরায়েল (Israel) জুড়ে লাগাতার গোলাবর্ষণ।
এখনো অবধি ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস বাহিনীর যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার পার করতে চলেছে। হয়তো সংখ্যাটা আরো বেশিও হতে পারে।
এদিকে আবার বুধবার ইজরায়েল বিমানবন্দরে লাগাতার গোলাবর্ষণ করেছে হামাস বাহিনী। এবং স্বাভাবিকভাবেই ওই বিমানবন্দরে উড়ান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল লেখক তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, “হামাস ইসরায়েলে ঢুকে ১০০০ লোককে হত্যা করেছে। এর প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনারা অনুপ্রবেশকারী ১০০০ হামাসকে হত্যা করেছে। শুধু তাই নয় আকাশ পথে আর স্থল পথে হানা দিয়ে হত্যা করেছে ১০০০ ফিলিস্তিনিকে।
প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছে। চোখের বদলে চোখ হয়ে গেছে, দাঁতের বদলে দাঁত হয়ে গেছে। এবার যুদ্ধ থামুক। এবার শান্তিকে দেওয়া হোক কিছুটা সুযোগ”।