নয়াদিল্লি: উত্তরকাশীর ভাঙা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কবে যে উদ্ধার করা হবে! এ নিয়ে যথেষ্ট হৈচৈ চলছে।
জানা গিয়েছে, শ্রমিকদের কাছে নতুন পাইপ পৌঁছে দেওয়া গিয়েছে। ছ’ইঞ্চি চওড়া সেই পাইপের মাধ্যমে সোমবার নতুন খাবার দেয়া হয়। এমনকি পাইপ দিয়ে মোবাইলও পাঠানো হয়েছে।
এক দুই তো নয়,, দীর্ঘ দশদিন ধরে তাঁরা সুড়ঙ্গে আটকে আছেন। এ নিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে।
তাঁদের ভাঙা সুড়ঙ্গ থেকে বের করার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে।ভিতরে শ্রমিকরা সুস্থ আছেন।
সোমবার নতুন পাইপের মাধ্যমে সুড়ঙ্গে শ্রমিকরা খিঁচুড়ি পেয়েছেন। গেছে আপেল, কলা, কমলালেবু, ডালিয়া। খিঁচুড়ি পাইপ দিয়ে প্লাস্টিকের বোতলে ভরে পাঠানো হয়েছে।