নয়াদিল্লি: কেরলে মুহূর্তের মধ্যে হুলুস্থুল কাণ্ড ঘটে গেল। কেরলের কোচিতে ধর্মীয় সভা চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে।
এদিন, রবিবার সকালে প্রার্থনা চলার সময় পর পর তিনটি বিস্ফোরণ ঘটে কনভেনশন সেন্টারের ভিতরে।
আচমকা এই ঘটনা ঘটে যায়। এর তীব্র প্রতিক্রিয়া জানালেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor)।
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারুর লিখেছেন, ‘কেরলে ধর্মীয় জমায়েতে বোমা হামলার খবরে আমি স্তম্ভিত এবং হতাশ। নির্দ্বিধায় এর তীব্র নিন্দা করছি আমি এবং পুলিশি পদক্ষেপ দাবি করছি। কিন্তু তাও যথেষ্ট নয়। নিজের রাজ্যকে হত্যা এবং ধ্বংসাত্মক মানসিকতার শিকার হতে দেখা অত্যন্ত দুর্ভাগ্য়জনক। সব ধর্মীয় নেতাদের অনুরোধ, একজোটে এই বর্বরতার নিন্দা করুন এবং অনুগামীদের শেখান, হিংসা দ্বারা একমাত্র হিংসা ছাড়া আর কিছু অর্জন করা সম্ভব নয়’।
সে সময় খ্রিস্টানদের প্রার্থনাসভা চলছিল। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত একজন মারা গিয়েছেন বলে খবর। আর প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।