• About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact
Wednesday, February 1, 2023
NorthEast Now (Bengali)
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ
No Result
View All Result
NorthEast Now (Bengali)
No Result
View All Result
Home অসম

কাটিগড়া সাব-ডিভিশন কার্যালয় ক্যাম্পাস জুড়ে অব্যবহৃত ময়লা আবর্জনার স্তুপ! এই কী স্বচ্ছ ভারতের স্বরূপ?

অমলেন্দু মালাকার by অমলেন্দু মালাকার
October 17, 2019 2:21 pm
কাটিগড়া সাব-ডিভিশন কার্যালয় ক্যাম্পাস জুড়ে অব্যবহৃত ময়লা আবর্জনার স্তুপ! এই কী স্বচ্ছ ভারতের স্বরূপ?

ছবি নর্থ ইস্ট নাও

168
VIEWS
Share on FacebookShare on Twitter

পূর্ত (গ্রামীন সড়ক) বিভাগের কাটিগড়া সাব-ডিভিশন কার্যালয় ক্যাম্পাসের সদর দরজা বাদ দিলে গোটা ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অব্যবহৃত পলিথিন, প্লাস্টিক, ময়লা আবর্জনা।

তাছাড়া ছড়িয়ে থাকা মান্ধাতা আমলের যন্ত্রাংশ, অব্যবহৃত সামগ্রী সহ অবাধে গজিয়ে উঠা অতিরিক্ত লতাপাতায় রীতিমত ঘন জঙ্গলের ঘেরাটোপে আবৃত সরকারি এই কার্যালয়টি। কার্যালয়ের ঠিক পেছন প্রান্তের পূর্ব ও উত্তরাংশে জমাকৃত পলিথিন সহ প্লাস্টিক জাতীয় বর্জপদাথের দুর্গন্ধে চৌরঙ্গী বাজারের ব্যস্ততম এলাকার পরিবেশ তিলে তিলে বিষিয়ে উঠছে। জমাট আবর্জনার স্তুপ ও লতাপাতার ঘেরাটোপে এটা সরকারী কার্যালয় না আবর্জনা জমা করার ডাষ্টবিন,তা বুঝা মুশকিল ।

এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের অধিসূচনা অনুযায়ী ‘স্বচ্ছতাই সেবা’ কতটুকু কার্য্যকরী? এ নিয়ে অবশ্যই তর্ক রয়েছে।

স্বচ্ছতাই সেবা- স্লোগানের মাধ্যমে প্রতি বছর ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত জাতির জনক মহাত্মা গান্ধীজীর জন্মজয়ন্তী উপলক্ষে ঘটা করে আয়োজিত সেবা সপ্তাহ পালনের সারবত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সরকারী নির্দেশাবলীতে বলা হয়েছে সেবা সপ্তাহ পালনের মাধ্যমে প্রতিটি বিভাগের কার্যালয়ের কার্যক্রম তথা প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ২০২১ সালের মধ্যে স্বচ্ছভারত গড়ে উঠবে। এরই ফলশ্রুতিতে স্বচ্ছভারত অভিযান কার্য্যসূচী চলছে একবারে জোরকদমে । প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে আবর্জনা ও দূষণমুক্ত করে তুলতে সময়সময়ে বিভাগীয় কর্মী আধিকারিকদের আলাদাভাবে নির্দেশ দেওয়া হয়,না কঠোরভাবে নির্দেশ জারী করা হয়। তা সত্ত্বেও এই অভিযান বা কার্যসূচী যে নাম কা ওয়াস্তে। তা আর বলার অপেক্ষা রাখে না। কার্যত এটার কোন সুফল মিলছে না ।

প্রসঙ্গত, চলতিবছর ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তীর সার্ধ শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লাস্টিকমুক্ত দেশ গড়ার আহবান জানিয়ে জাতির উদ্দেশ্যে গত ২ অক্টোবর এক জনহিতকর প্রকল্পের সূচনা করেছিলেন । কার্যক্রম এখনও চলছে।

জানা গেছে, দলীয় তরফে কাটিগড়া সমষ্টিভিত্তিক এক বিশাল পদযাত্রার প্রস্তুতি চলছে। খুব সম্ভব আগামি ২৩ ও ২৪ অক্টোবর দুইদিন ব্যাপী এই পদযাত্রা কার্যসূচী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন কাছাড়ের দলীয় বিধায়ক সহ সাংসদ ডঃরাজদীপ রায় প্রমুখ।

কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতীয় সড়ক সংলগ্ন ব্যস্ততম ঘনবসতিসম্পন্ন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের কার্যালয় ক্যাম্পাসে জমে আছে ময়লা আবর্জনার বিশালাকায় স্তুপ । সেখানে স্বচ্ছতার শ্লোগান আদৌ কি যুক্তিযুক্ত?

পাশাপাশি বিভাগীয় কার্যালয় ক্যাম্পাসের এহেন দুর্দশায় সাধারণ জনগণ খুব স্বাভাবিকভাবেই ঠাহর করতে পারছেন সংশ্লিষ্ট বিভাগের অধীনস্ত কাটিগড়ার বেহাল গ্রামীণ রাস্তাঘাটের সার্বিক অবস্থা কতটা তলানিতে ঠেকেছে। কার্যালয় ক্যাম্পাসকে দূষণমুক্ত ও আবর্জনামুক্ত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মী আধিকারিকরা যেখানে উদাসীন সেখানে রাস্তাঘাটের উন্নয়নে তারা কতটা উদাসীন, তা সহজেই অনুমেয় । বস্তুতঃ স্বচ্ছ ও পরিচন্নতা বজায় রেখে কার্যালয়ের গরিমা রক্ষা তথা সাব-ডিভিশনের অধীনস্থ বেহাল রাস্তাঘাটের উন্নয়নে তেমন মাথাব্যথা না থাকলেও রাস্তাঘাটের উন্নয়ন খ্যাতে বরাদ্দকৃত টাকায় ভাগ বসানোর পরিকল্পনা নিয়েই ব্যস্ত তারা । এমন অভিযোগও উঠছে বিভিন্ন মহলের তরফে।

এদিকে দীর্ঘদিন থেকে সংশ্লিষ্ট কার্যালয় ক্যাম্পাসের যেখানে-সেখানে স্তূপাকৃত ময়লা আবর্জনা সহ পরিত্যক্ত পরিবেশ দূষণকারী বর্জপদার্থে ব্যস্ততম বাজার এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ক্রেতা,বিক্রেতা সহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্মুখীন হতে হচ্ছে নানাবিধ অসুখবিসুখের। এই বিষয়ে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষন করছেন ব্যবসায়ী সহ নিত্য পথযাত্রী ভুক্তভোগী জনগণ।

ইদানিংকালে কার্যালয়ের উত্তরাংশের সীমানার দেওয়াল নির্মাণকার্য কাজ চলছে । তবে ময়লা আবর্জনা  দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন না করা না হলে বাজারের ব্যস্ততম এলাকার পরিবেশ দূষণমুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ ,অন্যদিকে স্বচ্ছ ভারত গঠনের স্বপ্নও অধরা থেকে যাবে বলে ধারণা ব্যক্ত করেন অনেকেই ।

No Result
View All Result

Recent Posts

  • রোগা হওয়ার পরও মুকেশ পুত্ৰের ওজন বেড়েছে, এর নেপথ্যে কারণ
  • অসমের কাজিরঙা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন জি২০-র প্ৰতিনিধি দল
  • পশ্চিমবঙ্গের বীরভূম সফরে অন্য ভূমিকায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্ৰীকে
  • বিশ্বের ধনীদের তালিকায় ভারতীয়দের মধ্যে গৌতম আদানিকে টপকে এগিয়ে মুকেশ আম্বানি
  • দেশের নারীদের সঞ্চয় বাড়াতে বড় ঘোষণা অর্থমন্ত্ৰীর
 
Our Properties
 
  • ⚪ NORTHEAST NOW
  • ⚪ NORTHEAST NOW ASSAMESE
  • ⚪ NORTHEAST JOBS
  • ⚪ NORTHEAST TENDERS
  • ⚪ INNFINITY
  • About
  • Privacy Policy
  • Copyright Policy
  • Disclaimer
  • Contact

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • অসম
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গ
  • ওপার বাংলা
  • প্রবাসের খবর
  • বিনোদন
  • খেলা
  • জীবন শৈলী
  • স্বাস্থ্য
  • ভ্ৰমণ

© 2022 - Maintained by EZEN Software & Technology Pvt. Ltd