একদিকে বন্যা অসমের জনজীবন বেহাল করে তুলেছে । জলের প্রকোপের মতোই অন্যদিকে রাজ্যে মহামারি আকার ধারণ করেছে জাপানিজ এনকেফেলাইটিস রোগ ।
এখনো পর্যন্ত প্রায় ৫০ জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন ।
দরং জেলার এক ব্যক্তি আজ ভোরে জাপানিজ এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
নিহত ব্যক্তির বয়স ৭২ । নাম কমরুজ্জামান । তিনি দরং জেলার সিপাঝাড়ের তুরাই গ্রামের বাসিন্দা ।
জানা গেছে, তিনি ২২ জুন থেকে গুয়াহাটির রহমান চিকিৎসালয়ে ভর্তি ছিলেন । অবশেষে এনকেফেলাইটিসের সঙ্গে পাঞ্জা লড়ে আজ মৃত্যু ঘটে কমরুজ্জামানের ।
উল্লেখযোগ্য, উজান অসমে এই রোগ বেশি দেখা যাচ্ছে ।
জাপানিজ এনকেফেলাইটিসের প্রধান কারণ মশা, অসমে বৃষ্টির প্রাবল্য, শুকর পালন প্রভৃতি । জনসজাগতা সৃষ্টি করে শুকর এবং পাখি থেকে দূরে থাকতে বলা হচ্ছে ।
এই রোগের লক্ষণ মাথা ধরা, জ্বর, বমি বমি ভাব, হাত-পায়ে যন্ত্রণা ।