নয়াদিল্লি: সিকিমের অবস্থা ভয়াবহ। ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছে সিকিম। সব ধুয়ে গিয়েছে বানে। তিস্তা নদীর রণমূর্তিতে ভেসে যাচ্ছে একের পর এক বাড়ি।
জানা গিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টির ফলে লোনাক লেকের জলাধার থেকে জল গিয়ে পড়ে তিস্তা নদীতে। সেখান থেকে বন্যার শুরু। সেনা জওয়ানরা নিখোঁজ হয়ে পড়েছে।
ইসরোর উপগ্রহ চিত্রে ফুটে উঠেছে বিভীষিকাময় দৃশ্য।