নয়া দিল্লি: ইজরায়েল ফিলিস্তিনের যুদ্ধের দামামা বেজেছে। আর যুদ্ধে শুধু যে দেশ যুদ্ধে লিপ্ত হয় তারাই ক্ষতিগ্রস্ত হয় না, বিশ্বের অন্যান্য দেশগুলোতেও স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে।
এবার হামাস বাহিনীর সঙ্গে যুদ্ধে উত্তপ্ত ইজরায়েল। ভিমরুলের চাকে হাত পড়েছে এবার প্রতি আক্রমণ শুরু হয়েছে।
সাবধান হয়ে গিয়েছে ভারত। নয়া দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের (Israeli Embassy) নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং এর পাশাপাশি ইহুদিদের ধর্মাচরণ পরিচালনার কেন্দ্র, চাবাদ হাউসেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দিল্লি পুলিশের (Delhi police) তরফে এক আধিকারিক এই নিরাপত্তা বাড়ানোর বিষয়টি জানিয়েছেন।
যেন কোনো ধরনের ঘটনা ঘটতেই না পারে তার জন্য শীঘ্রই ব্যবস্থা নেয়া হয়েছে।