নয়াদিল্লি: ভারত ইজরায়েলের পাশে থাকবে। আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। কঠিন সময়ে ইজ়রায়েলের পাশে দাঁড়ানোর কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় প্রচুর ইজ়রায়েলি নাগরিক মারা গিয়েছে এবং ক্ষেপে উঠেছেন নেতানিয়াহু।
প্রধানমন্ত্রী মোদি লেখেন, “ইজ়রায়েলের উপর জঙ্গি আক্রমণ হওয়ার সংবাদ পেয়ে আমি বিস্মিত। নিরীহ যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমরা ইজ়রায়েলের পাশে আছি।
প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় বিধ্বস্ত প্রায় ইজরায়েল। ইতিমধ্যে জানা গিয়েছে তিনশোর বেশি ইজরায়েলি মারা গিয়েছেন।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গর্জন করছেন, গাজা শহরের যেখানে হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই সব অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। এর মধ্যেই তাঁদের প্রত্যাঘাতে গাজায় প্রায় ২৩০ জন মারা গিয়েছেন।