নয়াদিল্লি:গাজায় এবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই গাজা স্ট্রিপের সরকারি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এবার অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠছে।
বুধবার সকালে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘হঠাৎ করেই বিকট শব্দ হওয়ায় ঘরের বাইরে ছুটে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে দেখি এদিক-ওদিন পড়ে রয়েছে শিশুদের ছিন্নভিন্ন মৃতদেহ। কারোর হাত উড়ে গিয়েছে। কারোর আবার হাঁটুর নীচ থেকে পা নেই। চাতালটায় ছিল চাপ চাপ রক্ত আর পোড়া দাগ।’
জানা গিয়েছে, ঘটনায় মৃতের সংখ্যা ইতিমধ্যে ৫০০ ছাড়িয়ে গিয়েছে।