কলকাতা: ভারতের নানা প্রদেশের নানা রকমের খাবার। যা খুব লোভনীয় এবং সুন্দর তো বটেই।
বাটার চিকেনঃ খুব প্রিয় একটা খাবার। নান বা তন্দুরির সঙ্গে বাটার চিকেন চেখে দেখেননি, এমন বাঙালি পাওয়া যাবে না ।
ধোসাঃ এটি মূলত দক্ষিণ ভারতীয় খাবার।
বিরিয়ানিঃ বাঙালি বিরিয়ানি পাগল। বিরিয়ানি নাম্বার ওয়ান অপশনে থাকে। কলকাতা-সহ বাংলার বিভিন্ন প্রান্তে অলিতে-গলিতে বিরিয়ানির দোকান দেখা যায় ।
ধোকলাঃ গুজরাতের জনপ্রিয় খাবার ধোকলা। সেই খাবার এখন ভারতের প্রায় সব রাজ্যেই পাওয়া যায়।

পেঁয়াজি, চপ, বেগুনি তো আছেই।