নয়াদিল্লি: ভারত–কানাডার কূটনৈতিক লড়াই জোরদারভাবে লেগেছে। জাস্টিন ট্রুডোর উপর ক্ষিপ্ত ভারত।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবার দাবি করলেন খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতীয় এজেন্টদের ‘হাত রয়েছে’।
শুক্রবার ট্রুডো বলেছেন, ‘ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খলিস্তানি জঙ্গির হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টরা জড়িত। এ কথা কয়েক সপ্তাহ আগে দিল্লিকে জানিয়েছে কানাডা।’
উল্লেখযোগ্য যে, গত জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খুন হন খলিস্তানপন্থী নেতা নিজ্জর। আর জাস্টিন দোষ দিয়ে যাচ্ছে ভারতের।
হরদীপের খুনের নেপথ্যে ভারত সরকারের হাত থাকতে পারে বলে সম্প্রতি সে দেশের পার্লামেন্টে মন্তব্য করেছিলেন ট্রুডো। এই দাবি একদম চরমভাবে খারিজ করে দেয় ভারত সরকার।
শুক্রবার ট্রুডো বলেন, ‘সোমবার যা বলেছিলাম, তা নিয়ে বিশ্বাসযোগ্য তথ্য কয়েক সপ্তাহ আগেই ভারতকে জানিয়েছে কানাডা।’