নয়াদিল্লি: ভারত এবং ভুটানের জন্য সুখবর। রেলপথে সংযুক্ত হতে চলেছে ভারত-ভুটান। সোমবার ভুটানের রাজা (Bhutan king) জিগমি খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভারত ভুটান দেশের মধ্যে রেলপথে সংযুক্তিকরণের এই বিষয়টি সুনিশ্চিত হয়েছে।
জানা গেল, এর জন্য খুব তাড়াতাড়ি সমীক্ষা শুরু হবে।
জানা গিয়েছে, অসমের কোকরাঝাড় এবং ভুটানের গেলেফুর মধ্যে দিয়ে রেল লিঙ্ক তৈরি হতে পারে।