নয়াদিল্লি: ভেড়া গাঁজা খেয়ে মাতাল। ভাবা যায়? ঘাস না পেয়ে তারা মোটামুটি এক কুইন্টেল গাঁজা খেয়ে ফেলেছে। একটি গ্রিনহাউসে ঢুকে প্রায় ১০০ কেজি সমপরিমাণ গাঁজা খেয়ে ফেলেছে ভেড়ার পাল।
তারপর গাঁজার নেশায় ভেড়ারা ‘অদ্ভুত কাণ্ড’ করতে থাকে। ঘাস না পেয়ে ভেড়াগুলো এই কাণ্ড করে বসেছে।
প্রচণ্ড দাবদাহ, দাবানল এবং বন্যার ফলে গ্রিসে দেখা দিয়েছে গবাদিপশুর ঘাস সংকট। তারপর এমন ঘটনা ঘটেছে মধ্য দেশটির থেসালির অলমিরোস শহরে।
জানা গিয়েছে, গাঁজার গাছগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল।
দ্য নিউজপেপার ডট জিআর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে,ভেড়ার পাল ২০০ পাউন্ড মূল্যের গাঁজা খেয়ে ফেলেছে।