নয়াদিল্লি: আজ ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন (Narendra Modi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শনিবার টুইটে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’
উল্লেখযোগ্য যে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে বিরোধী শিবিরের নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গাঁধী টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে (Modi) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জন্মদিনের শুভেচ্ছা।’
মোদীর (modi) সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। জন্মদিনে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (modi) সুস্বাস্থ্য কামনা করেছেন।
এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্ব নেতা হিসেবে জনপ্রিয় হচ্ছেন মোদিজি। চারদিক থেকে শুভেচ্ছাবার্তা আসছে। জনগণ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন।

