গুয়াহাটি: কেন্দ্রীয় PSU পবন হান্স লিমিটেড (Pawan Hans Ltd) বুধবার থেকে অসমের (Assam) চারটি বড় শহরে পরিবহণ পরিষেবা (Helicopter Services) চালু করতে চলেছে। অফিসিয়াল একটি বিবৃতিতে জানানো হয়েছে- প্ৰথম পর্যায়ে মোট ৬টি রুটে এই পরিষেবা দেওয়া হবে।
রাজ্যে এই রুটগুলি চালু করা এই অঞ্চলের বাসিন্দাদের জন্য যাতায়াত সহজ হবে। সেইসঙ্গে বাণিজ্য ও পর্যটনকে (Boost to Trade and Tourism) উত্সাহিত করবে বলে মনে করা হচ্ছে।
পবন হান্স লিমিটেডকে(Pawan Hans Ltd) ছয়টি রাজ্যে রিজিওনাল কানেক্টিভিটি স্কিম (RCS) এর অধীনে ৮৬ টি রুটে যাতায়াত পরিষেবা চালু করার চালু করার সুবিধা দেওয়া হয়েছে।
বিবৃতিটিতে আরও বলা হয়েছে -পরবর্তীকালে পরিষেবাগুলি প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশেও (Arunachal Pradesh) চালু করা হবে।
এই প্রকল্পটি উত্তর-পূর্ব রাজ্যগুলির প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে রেল ও সড়ক যোগাযোগ নেই, সেইসব জায়গায় পরিষেবা দেবে। এতে পরিবহণ ক্ষেত্ৰে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে।